সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

সাতকানিয়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সাতকানিয়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

চট্টগ্রাম সাতকানিয়ায় প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২ অক্টোবর) সাতকানিয়া প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে প্রথম আলো প্রতিনিধি মামুন মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্বান্ত গৃহীত হয়। 

সভায় সিনিয়র সাংবাদিক জাহাঙ্গীর আলমসহ বেশ কয়েকজন সিনিয়র সদস্য আলোচনায় অংশ নেন। সকলের সম্মিলিত সিদ্ধান্ত মোতাবেক আমার দেশ ও এনটিভি প্রতিনিধি শহীদুল ইসলাম বাবরকে আহ্বায়ক, দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি মনজুর আলমকে যুগ্ম আহ্বায়ক ও জিটিভি প্রতিনিধি হারুন অর রশিদকে সদস্য সচিব করে তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। 

আহ্বায়ক কমিটি আগামী দেড় মাসের মধ্যে যথাযথ নিয়ম প্রতিপালন করে নতুন সদস্য পদ দেয়ার উদ্যোগ নেবে বলে সভায় সিদ্ধান্ত হয়েছে। এরপর যথাযথ প্রক্রিয়ায় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়।

টিএইচ