সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

সাতক্ষীরার নবাগত পুলিশ সুপারের তালা থানা পরিদর্শন 

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার নবাগত পুলিশ সুপারের তালা থানা পরিদর্শন 

সাতক্ষীরা জেলার নবাগত পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী তালা থানা পরিদর্শন করেছেন। গত বৃহস্পতিবার তিনি তালা থানা চত্বরে পৌঁছলে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মো. সাজ্জাদ হোসেন ও তালা থানার ওসি মো. মমিনুল ইসলাম। 

এ সময় তালা থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। অতঃপর তিনি জনসাধারণের জানমালের নিরাপত্তায় করণীয় বিষয়ে উপস্থিত পুলিশ সদস্যদের বিভিন্ন ধরনের দিকনির্দেশনা প্রদানের পাশাপাশি মাঠ পর্যায়ে কর্মরত পুলিশ সদস্যদের শৃঙ্খলা, নিষ্ঠা ও পেশাদার আচরণের মাধ্যমে যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।  

এ সময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরার ট্রাফিক শাখার টিআই (প্রশাসন) শ্যামল কুমার চৌধুরী, তালা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এম এম সেলিমসহ জেলা ও থানা পুলিশের সকল পদমর্যাদার সদস্যরা।

টিএইচ