শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১
The Daily Post

সাতক্ষীরাসহ সারা দেশের লিগ্যালএইড অফিস সকলের জন্য উন্মুক্ত

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরাসহ সারা দেশের লিগ্যালএইড অফিস সকলের জন্য উন্মুক্ত

সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আবদুল আলিম আল রাজী বলেছেন, সমাজের ধনী-দরিদ্র সকলের জন্য উন্মুক্ত লিগ্যাল এইড অফিস। আর্থিকভাবে অসচ্ছল, নিঃস্ব সহায় সম্বলহীন ব্যক্তি যেমন বিনামূল্যে আইনী সেবা পেয়ে থাকেন একইভাবে ধনী-দরিদ্র নির্বিশেষে যে কোন ব্যক্তি আইনগত পরামর্শ ও আপোষে বিরোধ নিষ্পত্তির জন্য আবেদন করতে পারেন।

 তিনি আরও বলেন, সাধারণ মানুষ সমস্যায় পড়লে থানা বা কোর্টে না গিয়ে প্রথমে যান ইউনিয়ন পর্যায়ের জনপ্রতিনিধিগনের কাছে, তারা যদি সরকারি খরচে আইনগত সহায়তা পাওয়ার জন্য লিগ্যাল এইড অফিসে পাঠিয়ে দেন তাহলে মানুষের ভোগান্তি কম হয়। 

মামলা মোকদ্দমায় না জড়িয়ে একজন বিচারকের মাধ্যমে আপোষে উভয় পক্ষ নিজেদের মধ্যকার বিরোধ মিমাংসা করে নিতে পারেন। সরকারের এই উদ্যোগকে এগিয়ে নিতে জনসচেতনতা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

গত সোমবার জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। এসময় বিশেষ অতিথি ছিলেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) এম. জি আযম ও নবাগত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুমী আহমেদ। 

এছাড়াও উপস্থিত ছিলেন, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. জয়ন্ত সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্নপদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান ও পিপি আব্দুল লতিফসহ বিচার বিভাগ, সাতক্ষীরার বিভিন্ন পর্যায়ের বিচারকরা। 

এছাড়া সভার শুরুতে জেলা লিগ্যাল এইড কমিটির অন্যতম সদস্য নবাগত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুমী আহমেদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, সিনিয়র জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আবদুল আলিম আল রাজী। একই সাথে  স্মৃতিতে আইনি সেবা ২০২২-২৩ উপলক্ষে অ্যালবাম ‘ফিরে দেখা’ এর মোড়ক উন্মোচন করেন অতিথিরা। সভাটি পরিচালনা করেন, জেলা লিগ্যাল এইড অফিসার এবং সিনিয়র সহকারী জজ মুহাম্মদ নাছির উদদীন ফরাজী।

টিএইচ