বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

সাতক্ষীরায় আম সংগ্রহ ও বাজারজাতকরণে সময়সূচি ঘোষণা জেলা প্রসাশনের

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় আম সংগ্রহ ও বাজারজাতকরণে সময়সূচি ঘোষণা জেলা প্রসাশনের

অবশেষে গাছ থেকে আম পেড়ে বাজারজাত করার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। গত শুক্রবার (৫মে) থেকে গোপালভোগ, গোবিন্দভোগ, বোম্বাই, গোলাপখাস, বৈশাখীসহ স্থানীয় জাতের আম গাছ থেকে পেড়ে তা বাজারে প্রবেশের অনুমতি পেয়েছে। যদিও এসব জাতের আম আরও আগে পাকতে শুরু করেছিল। কিন্তু প্রশাসনের বেঁধে দেয়া ১২ মে তারিখের আগে তা বাজারজাতকরণ নিষেধ ছিল।

গত শুক্রবার জেলা প্রশাসকের ফেসবুক পেইজসহ বিভিন্ন সূত্রে জানা গেছে, আম সংগ্রহ ও বাজারজাতকরণে ফের নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ি গোপালভোগ, গোবিন্দভোগ, বোম্বাই, গোলাপখাস, বৈশাখীসহ স্থানীয় জাতের আম বাজারজাতকরণের তারিখ ৫ মে, হিমসাগর ১০ মে, ল্যাংড়া ১৮ মে এবং আম্রপালি ২৮মে নির্ধারণ করা হয়েছে। এরআগে গত ১৬ এপ্রিল জেলা প্রশাসন আম সংগ্রহ ও বাজারজাতকরণে সময়সূচি ঘোষণা করেছিল। সেখানে বলা হয়েছিল গোপালভোগ, গোবিন্দভোগ, বোম্বাই, গোলাপখাস, বৈশাখীসহ স্থানীয় জাতের আম বাজারজাতকরণের তারিখ ১২ মে, হিমসাগর ২৫ মে, ল্যাংড়া ১ জুন এবং আম্রপালি ১৫ জুন।

এর কিছুদিন পর গাছে পাকতে থাকে গোপালভোগ, গোবিন্দভোগ, বোম্বাই, গোলাপখাস, বৈশাখীসহ স্থানীয় জাতের আম। আম ব্যবসায়ী ও বাগান মালিকরা সময়সূচি না মেনেই পাড়তে থাকেন আম। এসব আম অপরিপক্ক এবং রাসায়নিক দ্রব্য মেশানোর অভিযোগ ওঠে ব্যবসায়ীদের বিরুদ্ধে। প্রশাসনও মাঠে নামে। বিভিন্ন স্থানে পরিচালিত হয় ভ্রাম্যমাণ আদালত। পরে জেলার অন্য জাতের আম সংগ্রহ ও বাজারজাতকরণে সময়সূচিতে পরিবর্তন আনে।

এদিকে শুক্রবার সাতক্ষীরায় আনুষ্ঠানিকভাবে পাকা আম সংগ্রহ কার্যক্রম শুরু হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মইনুল ইসলাম মঈন এই আম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন। সাতক্ষীরা সদরের কুখরালী এলাকায় জেলা প্রশাসন ও কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের আয়োজনে আমবাগান থেকে গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্বাইসহ বেশ কয়েকটি জাতের আম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মইনুল ইসলাম মঈন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন, উপ-সহকারী কর্মকর্তা মো. আরাফাত হোসেন ছাড়াও জেলা প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তারা।

জেলা কৃষিবিভাগ সূত্রে জানা যায়, চলতি বছর সাতক্ষীরায় আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৫ হাজার ৫শ মেট্রিক টন। এবছর ৪ হাজার ১১৫ হেক্টর জমিতে ১৩ হাজার ১০০ চাষী আম চাষ করেছেন।

টিএইচ