সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

সাতক্ষীরায় মহান স্বাধীনতা দিবস পালিত

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় মহান স্বাধীনতা দিবস পালিত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী সকল বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনে খুলনা রাস্তার মোড়ে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন মোহাম্মদ বেলায়েত হোসেন, কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সাতক্ষীরা।

এ উপস্থিত ছিলেন মোহাম্মদ হুমায়ুন কবির, জেলা প্রশাসক, সাতক্ষীরা, মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী, পুলিশ সুপার, সাতক্ষীরা, মো. সজীব খান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মীর আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল),  মো. আব্দুল লতিফ, পুলিশ পরিদর্শক (নি.), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সাতক্ষীরাসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা, বীরমুক্তিযোদ্ধা, জেলা আ.লীগ, সাংবাদিক, সরকারি, বেসরকারি অফিসের কর্মকর্তা কর্মচারী, স্কুল কলেজের ছাত্র শিক্ষকসহ সর্বস্তরের জনগণ। 

অপর দিকে জেলা প্রশাসনের আয়জনে জেলা শিল্পকলা একাডেমিতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারদের ফুলের সুভেচ্ছা ও সম্নাননা প্রদান করা হয়। 

টিএইচ