শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
The Daily Post

সাতক্ষীরা কারাগার থেকে পলাতক আসামি মহেশপুর সীমান্তে গ্রেপ্তার

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

সাতক্ষীরা কারাগার থেকে পলাতক আসামি মহেশপুর সীমান্তে গ্রেপ্তার

ঝিনাইদহের মহেশপুর মাটিলা সীমান্তে সাতক্ষীরার কারাগার থেকে পলাতক শফিকুল ইসলাম নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে বিজিবি।

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার মাটিলা সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শফিকুল ইসলাম ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার মোহনপুর গ্রামের তাইজুল ইসলামে ছেলে। তিনি স্ত্রীকে হত্যার অপরাধে কারাগারে ছিলেন। ৫৮ বিজিবির উপপরিচালক মেজর মোল্লা ওবাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে ৫ আগস্ট সাতক্ষীরা জেলা কারাগারে কয়েদিদের মধ্যে দাঙ্গার সৃষ্টি হলে সুযোগ বুঝে কয়েকজন কয়েদি জেল ভেঙ্গে পালিয়ে যায়। আসামি শফিকুল অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাওয়ার জন্য মাটিলা সীমান্তে অবস্থান করেন।তিনি বলেন, সংবাদ পেয়ে বিজিবির একটি টহলদল মাটিলা গ্রামে অবস্থান নেয়।

পরে সকাল ১০টার দিকে মাটিলা ঈদগার পাশে অবস্থান করে সে। বিজিবির উপস্থিতি টের পেয়ে নদীতে ঝাঁপিয়ে পড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিজিবি সদস্যরা নদী থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আসামিকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

টিএইচ