সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

সাতক্ষীরা নদী দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা নদী দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা হতে গাইনবাড়ি সড়কের পাশের নদী দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করছেন প্রভাবশালীরা। ওই নির্মাণ কাজ বন্ধ করতে বলায় গাবুরা ইউনিয়ন ভূমি কর্মকর্তা আব্দুর রহমানকে জীবননাশের হুমকিসহ ভয়ভীতি প্রদর্শন করেছে ভূমিদস্যুরা।

এলাকাবাসীরা জানান, সরকারি খাল দখল করে অবৈধ পাকা স্থাপনা নির্মাণ করছিলেন চকবারা গ্রামের এক প্রভাবশালী (৪৮)। খবর পেয়ে গত ৩০ মার্চ পাকা স্থাপনার কাজ বন্ধ করে দেন গাবুরা ইউনিয়ন ভূমি কর্মকর্তা আব্দুর রহমান। তাৎক্ষণিক বন্ধ রাখলেও তার কথা অমান্য করে আবার গত রোববার থেকে কাজ শুরু করে তারা। গাবুরা ভূমি কর্মকর্তা সকালে অফিস যাওয়ার পথে দেখেন তারা আবার কাজ শুরু করেছে। সে সময় তিনি বাধা দিলে তার ওপরে ক্ষিপ্ত হয় আরো ২/৩ জন।

ইউনিয়ন ভূমি কর্মকর্তা আব্দুর রহমান বলেন, প্রশাসনের তরফ থেকে এ নির্মাণ কাজ বন্ধ করতে বলা হয়। কিন্তু তারা নির্মাণকাজ অব্যাহত রাখে এবং তারা ক্ষিপ্ত হয়ে আমার জীবননাশের হুমকিসহ ভয়ভীতি প্রদর্শন করে।

স্থানীয় একজন বাসিন্দা বলেন, স্থানীয় একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় চকবারা গত কয়েক মাসে বেশ কিছু সরকারি জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছে। তিনি আরো বলেন, ওই মহলের ইন্ধনেই আজ এমন ব্যবহার করা হয়েছে ভূমি কর্মকর্তার ওপরে।

অবৈধ পাকা বহুতল ভবন নির্মাণকারী দখলদার বলেন, ভূমি কর্মকর্তার কোন জীবননাশের হুমকি দেয়া হয়নি। আমার কাজ বন্ধ করার কথা বলে আমি কাজ বন্ধ করে দিয়েছি। এ বিষয়ে শ্যামনগর থানার ওসি নূরুল ইসলাম বাদল জানান, আমার কাছে এমন কোন অভিযোগ আসে নাই। ডিউটি অফিসারের কাছ থেকে খোঁজ খবর নিয়ে জানাবো।

টিএইচ