সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাপালে চক্ষু বিভাগ চালু  

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাপালে চক্ষু বিভাগ চালু  

সাতক্ষীরার জনগণের স্বপ্নপূরণ বাস্তবতার পূর্ণতা পাওয়ার নাম সাতক্ষীরার মেডিকেল কলেজ হাসপাতাল। জেলার সীমানা পেরিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচিতি আলোচিত। মেডিকেলে কলেজ হাসপাতালটিতে বিভিন্ন বিভাগ এবং কঠিন রোগের চিকিৎসা আর অপারেশন চলমান থাকলেও চক্ষুবিভাগ চালু না থাকায় রেসরকারি ক্লিনিকের দ্বারস্ত হতে হতো রোগীদের। 

সম্প্রতি মেডিকেল কলেজ হাসপাতালে ডা. মেহেদী হাসানের নেতৃত্বে সবধরনের চক্ষুরোগের চিকিৎসা চলছে অত্যন্ত দক্ষতা ও সফলতার সঙ্গে। চোখের জটিল ও কঠিন অপারেশন। লেন্স লোগানো, ছানি অপসারণের মত চিকিৎসা চলছে। সাতক্ষীরার কৃতিসন্তান চক্ষু কনসালটেন্ট ডা. মেহেদী হাসানের দায়িত্বশীলতা আত্মবিশ্বাসে ইতোমধ্যে চক্ষু বিভাগে জেলার প্রত্যান্ত অঞ্চল থেকে সাধারণ মানুষ হাসপাতালে এসে চিকিৎসাসেবা  গ্রহণ করছেন গত সোমবার চক্ষু বিভাগ সরেজমিন পরিদর্শনে দেখা গেছে বহুসংখ্যক চক্ষু রোগীর উপস্থিতি। 

ডা. মেহেদী হাসান রুগীদের চিকিৎসা সেবায় ব্যস্ত। হাসপাতালটি বিভিন্ন বিভাগে অত্যাধুনিক সব যন্ত্রপাতি থাকলেও চক্ষু বিভাগে আধুনিক এবং প্রযুক্তি সমৃদ্ধ যন্ত্রপাতির অনুপস্থিতি রয়েছে অথচ এ বিভাগের যন্ত্রপাতির কাজই গুরুত্বপূর্ণ। হাসপাতাল সূত্র থেকে জানা যায়,  বিভাগটিতে কেবলমাত্র একটি পুরাতন ফেকো মেশিন যার বিভিন্ন অংশের যন্ত্রপাতি নষ্ট বলে জানা যায় সেক্ষেত্রে কনসালটেন্ট ডা. মেহেদী হাসান জানান, রোগীদের উন্নত চিকিৎসাসেবা দানের ক্ষেত্রে উন্নত যন্ত্রপাতি প্রয়োজন। 

উন্নত যন্ত্রপাতি ছাড়াই তিনি দক্ষতার সঙ্গে  প্রতিদিন ৫০/৬০ জন রোগী এবং সপ্তাহে একদিন অপারেশন করেন। রোগীদের ব্যাপক উপস্থিতির বিষয়ে জানতে চাইলে তিনি জানান, কর্তৃপক্ষের সহযোগীতায় চক্ষু বিভাগ এগিয়ে চলেছে। প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা পেলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষুবিভাগ সেবাদানে উল্লেখযোগ্য ভুমিকা রাখতে পারবে। 

তিনি বলেন, অবিলম্বে নতুনমেশিনসহ চক্ষু রোগীদের জন্য ব্যবহূত প্রযুক্তি সমৃদ্ধ যন্ত্রপাতি প্রয়োজন সেই সঙ্গে জনবল সংকট হতে চক্ষু বিভাগের কাজ কর্মে কিছুটা সমস্যা হচ্ছে জনবল সংকট দুরীকরণের প্রয়োজন। 

টিএইচ