বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
The Daily Post

সাত বছরেও শেষ হলো না ভাষাবীর এমএ ওয়াদুদ সেতু

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

সাত বছরেও শেষ হলো না ভাষাবীর এমএ ওয়াদুদ সেতু

ফরিদগঞ্জ ও চাঁদপুর সদর দুই উপজেলার সংযোগের জন্য ডাকাতিয়া নদীর ওপর ভাষাবীর এমএ ওয়াদুদ সেতুর নির্মাণকাজ দীর্ঘ সাত বছরেও শেষ হয়নি। 

ফলে ডাকাতিয়াপাড়ের দুই উপজেলার কয়েক লাখ মানুষের স্বপ্ন এখন অধরাই থেকে গেলো। যদিও এলজিইডি আগামী জানুয়ারিতে সেতু দিয়ে জনগণ চলাচল করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেছে। 

২০১৭ সালের ১১ ফেব্রুয়ারি তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বর্তমান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের সাবেক এমপি ড. মোহাম্মদ শামছুল হক ভূইয়া যৌথভাবে ডাকাতিয়া নদীর ওপর ২৭৪.২০ মিটারের এ সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সেতুটির  কাজ শুরু করেছিল ‘নবারূণ কনস্ট্রাকশন’ নামের একটি প্রতিষ্ঠান।
পরবর্তীতে ওই প্রতিষ্ঠান কাজ না করায়  ঠিকাদারি প্রতিষ্ঠান পরিবর্তন হয়ে বর্তমানে রিজভী কনস্ট্রাকশন লি. ও মো. ইউনুছ আল মামুন লি. নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান যৌথভাবে সেতুর কাজ শুরু করে। কিন্তু এখনো সেতুটির কাজ শেষ করতে পারেনি এই  ঠিকাদারি প্রতিষ্ঠান। 

সেতুটির চাঁদপুর সদর উপজেলার অংশের ভায়াডাক্টের কাজ সম্পন্ন হলেও গত ছয় মাসে ফরিদগঞ্জ অংশের কাজ শেষ করতে পারেননি ঠিকাদার। এলজিইডি তাদের বারবার নির্মাণকাজ শেষের জন্য তাগাদা দিয়ে সময় বেঁধে দিলেও অদ্যবধি ভায়াডাক্টের কাজ শেষ করতে পারেনি। আর সংযোগ সড়কের নির্মাণকাজ তো রয়েছেই। যদিও গত নভেম্বর মাসে শিক্ষামন্ত্রী চাঁদপুর সদর উপজেলা অংশের নির্মাণকাজ শেষে উদ্বোধনও করে গেছেন।

স্থানীয় বাসিন্দা আবুল কালাম (৭০), ইদ্রিস মিয়া (৬৬) ও শিক্ষার্থী আল মামুন, ফারুক হোসেনসহ বেশ কজন ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি সেতুর নির্মাণকাজ শেষ হতে আর কত বছর লাগবে। কয়েক বছর পূর্বে মূল সেতুটির নির্মাণ দেখে আমরা খুশি হলেও শেষের দিকে এসে এভাবে থেমে থেমে কাজ হওয়ায় হতাশ হয়ে পড়েছি। এ যেন ‘শেষ হয়েও হইল না শেষ’। 

এলজিইডির চাঁদপুর জেলা নির্বাহী প্রকৌশলী আহসান কবির মুঠোফোন জানান, গত জুনেই আমাদের এই প্রকল্পটির মেয়াদ শেষ হওয়ার কথা। চলতি ডিসেম্বর মাস পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। আশা করছি জানুয়ারি মাসের মধ্যে জনগণের চলাচলের উপযোগী করা সম্ভব হবে। 

টিএইচ