সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুর ইউপি চেয়ারম্যানের পদ শুণ্য ঘোষণা 

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুর ইউপি চেয়ারম্যানের পদ শুণ্য ঘোষণা 

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ১১নং খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদটি শূণ্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশক্রমে গত ১৪ মার্চ সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানা যায়।

স্থানীয় সরকার বিভাগ ইউপি -১ শাখার  প্রজ্ঞাপন বলা হয় যে, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ১১নং খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মনজুরুল ইসলামের বিরুদ্ধে ব্যাংক স্টেটমেন্ট, ক্যাশবুক রেজিস্ট্রার, বরাদ্দ রেজিস্ট্রার, সঠিকভাবে লিপিবদ্ধ না করে ভিন্ন ভিন্ন রশিদে অর্থ আদায়, উপজেলা নির্বাহী অফিসার সাদুল্লাপুরের কার্যালয়ের অনুমোদন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী কার্যাদেশের পর নতুন আসবাপত্র ক্রয় করার কথা থাকলেও ক্রয় না করে ২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ওই ইউনিয়ন পরিষদের ১১ সদস্য (ইউপি মেম্বর) কর্তৃক অনাস্থা প্রস্তাব তোলা হয়েছে। সরজমিন তদন্তে তা প্রমাণিত হয়েছে। 

যেহেতু ওই প্রস্তাবের বিষয়ে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৯ ধারা অনুযায়ী সহকারী কমিশন (ভূমি) আসাদুজ্জামান  সাদুল্লাপুর গাইবান্ধা কর্তৃক বিশেষ সভা আহ্বান করে অনাস্থা প্রস্তাবের পক্ষে ১১ জন (ইউপি) সদস্য গোপন ব্যালটে ভোট প্রদান করেছেন যা দুই তৃতীয়াংশের বেশি।

স্হানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী সরকার কর্তৃক জনস্বার্থে অনাস্থা প্রস্তাবটি অনুমোদিত হওয়ায় ১১নং খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মনজুরুল ইসলামের পদটি একই আইন অনুযায়ী শূন্য ঘোষণা  করা হলো। 

এবিষয়ে অভিযুক্ত চেয়ারম্যান মঞ্জুরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার ফোন দিয়ে কল রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

টিএইচ