বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

সাদুল্লাপুরে পিস্তলসহ মাদককারবারি আটক

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

সাদুল্লাপুরে পিস্তলসহ মাদককারবারি আটক

গাইবান্ধার সাদুল্লাপুরে একটি বিদেশি পিস্তল তিন রাউন্ড তাজা গুলি এবং একটি ম্যাগজিন জব্দসহ নজরুল ইসলাম প্রধান (৪২) নামের একজনকে আটক করে জেলা ডিবি পুলিশ। 

শনিবার (৩ জুন) গাইবান্ধা জেলা পুলিশ সুপার কামাল হোসেন এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানান। আটককৃত নজরুল ইসলাম প্রধান সাদুল্লাপুর উপজেলার ছোট গয়েশপুর (প্রধান পাড়া) গ্রামের মৃত সিরাজ প্রধানের ছেলে। 

প্রেস ব্রিফিংয়ে বলা হয়, গত শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নে ডিবির অভিযানে নজরুল ইসলামের দেহ তল্লাশি করে কালো রঙের সচল একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড তাজা গুলিসহ  একটি ম্যাগজিন জব্দ করে। 

গাইবান্ধা পুলিশ সুপার কামাল হোসেন বলেন, এ ঘটনার সাথে অন্য কেউ জড়িত আছে কিনা, সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) আব্দুল্লাহ আল মামুন, ডিবির ওসি মোখলেছুর রহমান প্রমুখ।

টিএইচ