শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১
The Daily Post

সাদুল্লাপুরে ভিজিএফের চাল উঠানোকে কেন্দ্র করে দু’গ্রুপের ধাওয়া-পাল্টধাওয়া

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি 

সাদুল্লাপুরে ভিজিএফের চাল উঠানোকে কেন্দ্র করে দু’গ্রুপের ধাওয়া-পাল্টধাওয়া

গাইবান্ধার সাদুল্লাপুরে ভিজিএফের ১০ কেজি চাল উত্তোলনকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইউপি সদস্য গোলেজা বেগম ও জাফরসহ কয়েকজন আহত হয়েছে। 

মঙ্গলবার (২৭ জুন) উপজেলার খোর্দ্দকোমরপুর ইউপি চেয়ারম্যানের নিজ বাড়ির কার্যালয়ে ভিজিএফের ১০ কেজি করে চাল ২৩০৩ জন উপকারভোগীর মধ্যে বিতরণ শুরু করেন ইউপি চেয়ারম্যান সৈয়দ মঞ্জরুল ইসলাম রেজওয়ান। 

ওইদিন একটি ভুয়া সিলিপ নিয়ে একজন ব্যক্তি চাল উত্তোলন করতে আসে। ভুয়া সিলিফে চাল উত্তোলনকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে দেশীয় ধারালো অস্ত্রে-সস্ত্রে ধাওয়া-পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে চাল বিতরণ বন্ধ করে দেয় ইউপি চেয়ারম্যান রেজওয়ান।

পরে উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান সঙ্গীয় পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন করে।

 প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, খোর্দ্দকোমরপুর ইউপি চেয়ারম্যান সৈয়দ মঞ্জরুল ইসলাম রেজওয়ানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতি-স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে  জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে অনাস্থা প্রস্তাব দাখিল করেন ওই  ইউপির ১১ সদস্য। 

বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে বলে জানা যায়। চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ করার কারণে পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে ভিজিএফের ১০ কেজি চাল বিতরণে ১১ ইউপি সদস্যরা অংশগ্রহণ করেনি। এ-বিষয়ে উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী অফিসার সকল ইউপি সদস্যদের সুষ্ঠুভাবে চাল বিতরণের প্রস্তাব দিলেও তারা সেই প্রস্তাবে রাজি হয়নি।

এই জটিলতা কারণে উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম এলাকার সচেতন ব্যক্তিদের নিয়ে ৭ সদস্য  বিশিষ্ট একটি কমিটি করে চাল বিতরণের পরামর্শ দেন ইউপি চেয়ারম্যানকে। সেই অনুযায়ী ইউপি চেয়ারম্যান রেজওয়ান ওই কমিটির মাধ্যমে মঙ্গলবার (২৭ জুন) চাল বিতরণ শুরু করেন। 

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান সৈয়দ মঞ্জরুল ইসলাম রেজওয়ানের সাথে  মুঠোফোনে কথা বলার চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।

টিএইচ