রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১
The Daily Post

সাদুল্লাপুরে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময়

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

সাদুল্লাপুরে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময়

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবাগত ইউএনও কাজী মোহাম্মদ অনিক ইসলাম। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন, থানার ওসি তাজউদ্দিন খন্দকার, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা ফজিলা খাতুন। এ ছাড়া সাদুল্লাপুর প্রেস ক্লাবের সাংবাদিকসহ উপজেলার কর্মরত সাংবাদিকরা এ সভায় অংশগ্রহণ করেন।

মতবিনিময়কালে উপজেলার সমস্যা ও সম্ভাবনা বিষয়গুলো তুলে ধরেন সাংবাদিকরা। এর পর ওইসব বিষয়াদি বাস্তবায়নের আশ্বাস দেন- নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম।

টিএইচ