শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১
The Daily Post

সান্তাহারে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

সান্তাহারে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে আব্দুল রাজ্জাক (৬০) নামের এক মাদুর ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আব্দুল রাজ্জাক রানীনগর উপজেলার মধ্য রাজাপুর গ্রামের মৃত আতোয়ার হোসেনের ছেলে। 

গত সোমবার দিবাগত রাতে খুলনা থেকে চিলাহাটিগামী আন্ত.নগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে। সান্তাহার রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, মৃত আব্দুল রাজ্জাক একজন মাদুর ব্যবসায়ী। কুষ্টিয়াতে মাদুর বিক্রয় করে সীমান্ত এক্সপ্রেস ট্রেনে বাড়িতে আসছিলেন। 

রানীনগর স্টেশনে সীমান্ত এক্সপ্রেস ট্রেনের স্টপেজ না থাকায় ট্রেনটি সান্তাহারের দিকে আসার সময় আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের পান্নাথপুর এলাকায় রেলওয়ে ব্রিজ সংস্কারের কাজ চলার জন্য গতি কমালে চলন্ত অবস্থায় নামার সময় ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়।

এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ওসি মুক্তার হোসেন জানান, ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে বাদী না থাকায় মঙ্গলবার (৬ জুন) পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

টিএইচ