শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ১১ মাঘ ১৪৩১
The Daily Post

সান্তাহার সাইলোর ভারপ্রাপ্ত সুপারের দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন 

নওগাঁ প্রতিনিধি

সান্তাহার সাইলোর ভারপ্রাপ্ত সুপারের দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন 

নওগাঁ ও বগুড়ার  সান্তাহার সাইলোর ভারপ্রাপ্ত সাইলো সুপারের সীমাহীন দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ এবং শ্রমিকদের নায্য মজুরির দাবিতে কর্মবিরতি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২ সে‌প্টেম্বর) সাইলোর প্রধান ফটকের সামনে সান্তাহার সাইলোর ভুক্তভোগী ক্যাজুয়াল কর্মচারীরা এই কর্মসূচি পালন করে। এসময় সাইলোর সব কর্মকাণ্ড বন্ধ রাখে কর্মচারীরা। ফলে সাইলোতে সকল প্রকারের পণ্য পরিবহনের কাজসহ সব কিছুই স্থবির হয়ে পড়ে।

এসময় কর্মকর্মচারীদের পক্ষে বক্তব্য দেন সাজিদ হোসেন। তিনি বলেন সাইলো সুপার শাহরিয়ার মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরীর অধিনে দীর্ঘদিন ধরে চলে আসা সবধরণের বৈষম্য অনিয়ম, দমন, পীড়ন, মজুরী কম দেয়াসহ বিভিন্ন নির্যাতন বন্ধের দাবি জানান। 

সুপার নিজের পছন্দের ঠিকাদার না পাওয়ার কারণে লেবার হ্যান্ডলিং ঠিকাদার টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন না করার কারণে শ্রমিকরা মানবেতর জীবন-যাপন করছে। সুপারের এ দুর্নীতির বিরুদ্ধে দ্রুত কর্তৃপক্ষ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ না করলে আগামীতে আরও কঠোর আন্দোলনের হুশিয়ারী প্রদান করা হয়।

কর্মসূচি শেষে সাইলোর ভিতরে কর্মচারী ও সাংবাদিকদের প্রবেশ করতে না দিতে প্রধান ফটকে তালা দেয়া হয়। পরে বিক্ষুব্ধ কর্মচারীরা সাইলোর অপর গেটের তালা ভেঙে প্রবেশ করে এবং সুপারের সঙ্গে কথা বলতে গেলে বাধা প্রদান করা হয়। 

এসময় বিক্ষুব্ধ শতাধিক কর্মচারী সুপারের কার্যালয়ে কথা বলার জন্য প্রবেশ করতে গেলে বাধা প্রদান করা হলে সেখানে চরম হট্টগোলের সৃষ্টি হয়। এক পর্যায়ে সুপারকে কার্যালয়ে প্রায় তিনঘণ্টা অবরুদ্ধ করে রাখে কর্মচারীরা। পরে খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই বিষয়ে সাইলো অধীক্ষক (ভারপ্রাপ্ত) শাহরিয়ার মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরীর কাছে গেলে তিনি অফিস কক্ষের বাহিরে এসে বলেন, সাংবাদিকদের সঙ্গে কেন কথা বলতে হবে বলে তিনি দরজা বন্ধ করে দেন। পরে আবার যোগাযোগ করা হলে সাংবাদিকদের সঙ্গে তিনি অশালীন ব্যবহার করেন।

উল্লেখ্য, বর্তমান সাইলো অধীক্ষক (ভারপ্রাপ্ত) শাহরিয়ার মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী চট্টগ্রাম সাইলোতে রক্ষণ প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালনের সময় কর্তব্যে অবহেলা, অনিয়ম ও দুর্নীতির দায়ে সাময়িক বরখাস্ত হয়েছিলেন।

টিএইচ