বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১
The Daily Post

সাবেক আইনমন্ত্রীর এপিএস জীবন গ্রেপ্তার       

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি   

সাবেক আইনমন্ত্রীর এপিএস জীবন গ্রেপ্তার       

কসবা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক, সাবেক আইনমন্ত্রীর একান্ত সহকারী সচিব ও সাবেক কসবা উপজেলা চেয়ারম্যান অ্যাড. রাশেদুল কাওসার ভূইয়া জীবনকে গত শনিবার রাতে পুলিশ গ্রেপ্তার করেছে। 

জীবনের পরিবারের পক্ষ থেকে জানা যায়, শারীরিক অসুস্থতার জন্য ঢাকার কাকরাইলে এক ডাক্তারের চেম্বারে চিকিৎসার জন্য গেলে সেখান থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে পল্টন থানায় নিয়ে যায়। 

পল্টন থানার ওসি  জানান, নিয়মিত হত্যা মামলায় জীবনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে  কসবা থানার ওসি (তদন্ত) মো. মনির হোসেন বিষয়টি জানিয়েছেন। 

টিএইচ