সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ কারাগারে 

তারেক পাঠান, নরসিংদী

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ কারাগারে 

নরসিংদীতে হত্যা মামলায় অভিযুক্ত সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুর শোয়া ১২টার দিকে নরসিংদী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রকিবুল ইসলামের আদালত এই আদেশ দেন। এ মামলায় আদালতে আসামিকে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে বাদীপক্ষ। আদালত আবেদন মঞ্জুর না করে কারাগারে পাঠান।

এর আগে, মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর গুলশান থেকে নূরুল মজিদকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। গত ৪ আগস্ট মাধবদীতে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা হয়। 

সেই হামলায় মাধবদীর শ্রমিকনেতা জাহাঙ্গীর হোসেন নিহত হন। এ ঘটনায় নিহতের বড় ভাই আমির হোসেন বাদী হয়ে ৯ আগস্ট মাধবদী থানায় মামলা করেন৷ তারই পরিপ্রেক্ষিতে হত্যাকাণ্ডের অভিযোগে সাবেক মন্ত্রী নূরুল মজিদকে গ্রেপ্তার করা হয়৷ 

টিএইচ