বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

সাভারে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দুজন গ্রেপ্তার 

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

সাভারে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দুজন গ্রেপ্তার 

ডেইলি স্টার ও নাগরিক টেলিভিশনের সাভার প্রতিনিধি আকাশ মাহমুদের ওপর হামলার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে ঘটনার দিন রাতেই থানায় একটি মামলা করেন ভুক্তভোগী ওই সাংবাদিক। 

মঙ্গলবার (২৮ মে) গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছেন সাভার মডেল থানার এসআই সুদীপ কুমার গোপ। এর আগে গত সোমবার রাতে সাভারের ব্যাংক কলোনি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার খালিশপুর এলাকার জাকির হোসেনের ছেলে মো. মনির হোসেন ও লক্ষ্মীপুর জেলার চন্দনগঞ্জ থানার আবুল হোসেনের ছেলে বাবুল। তারা দুজনই সাভারের ব্যাংক কলোনি এলাকায় বসবাস করতেন বলে জানা যায়।

এ ব্যাপারে সাভার মডেল থানার এসআই সুদীপ কুমার গোপ বলেন, হামলার ঘটনায় মামলা হলে গত সোমবার রাতে দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের তিন দিনের রিমান্ড চেয়ে মঙ্গলবার (২৮ মে) আদালতে পাঠানো হয়েছে। রিমান্ড মঞ্জুর হলে তাদের জিজ্ঞাসাবাদে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।

টিএইচ