বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

সালথায় চাঁদাবাজি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

সালথা (ফরিদপুর) প্রতিনিধি 

সালথায় চাঁদাবাজি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

ফরিদপুরের সালথায় চাঁদাবাজি ও মারামারি মামলায় আফছার মাতুব্বর (৩৫) নামে এক কৃষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৬ ডিসেম্বর) সালথা থানার এসআই মো. শফিকুল ইসলাম ওই কৃষককে গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছেন। 

এর আগে গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার গট্টি ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রাম থেকে ওই কৃষককে গ্রেপ্তার করা হয়। আফছার মাতুব্বর একই গ্রামের মফি মাতুব্বরের ছেলে।

সালথা থানার এসআই মো. শফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার আফছার মাতুব্বরের বিরুদ্ধে কোর্টে দায়েরকৃত একটি চাঁদাবাজি ও মারামারি মামলায় ওয়ারেন্ট রয়েছে। সে মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আফছারকে বুধবার (৬ ডিসেম্বর) ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে। 

টিএইচ