বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

সালথায় ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু

সালথা (ফরিদপুর) প্রতিনিধি 

সালথায় ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু

ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুরের সালথায় মিতু খানম কথা (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গত সোমাবার রাতে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই গৃহবধূর মৃত্যু হয়। 

মিতু সালথা উপজেলার সদর বাজার সংলগ্ন সালথা পাড়ার জুলেয় মাতুব্বারের স্ত্রী। তার ১ বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে।

এর আগে ১৬ সেপ্টেম্বর ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য তাকে ভর্তি করলে ডেঙ্গু ধরা পড়ে।

মৃত্যুর বিষয়টি জানিয়ে গৃহবধূর স্বামীর চাচাতো ভাই বাদল হোসেন বলেন, কথার অবস্থা খারাপ মনে হলে তাকে গত শনিবার ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়। তার লাশের দাফন সম্পন্ন করা হয়েছে।

টিএইচ