বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

সালথায় পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ডাকাতি

সালথা (ফরিদপুর) প্রতিনিধি 

সালথায় পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ডাকাতি

ফরিদপুরের সালথায় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির খবর পাওয়া গেছে। দেশীয় ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ওই ব্যবসায়ীর পরিবারের ৪ সদস্যের হাত-পা বেঁধে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায় ডাকাতরা। 

গত মঙ্গলবার দিনগত রাতে উপজেলার যদুনন্দী  ইউনিয়নের গোপিনাথপুর উত্তরপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মৃত সোবহান সিকদারের ছেলে ব্যবসায়ী বিল্লাল সিকদারের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

বিল্লাল সিকদারের স্ত্রী জেসমিন বেগম বলেন, গত মঙ্গলবার দিনগত রাতে একতলা ভবনের জানালার গ্রিল কেটে মুখোশধারী ৫-৬ জনের সশস্ত্র ডাকাত বাসার ভেতরে প্রবেশ করে। ডাকাতরা দেশীয় ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে আমাকে ও স্বামী বিল্লাল সিকদার, পুত্র সিয়াম রহমান, শাশুড়ী রাজিয়া বেগমসহ পরিবারের চার সদস্যের হাত-পা বেঁধে ফেলে। চিৎকার দিলে ডাকাতরা মারধর করে। 

গলার মধ্যে গামছা ভরে দিয়ে মুখও বেঁধে রাখা হয়। পরে ঘরের বিভিন্ন জায়গায় থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায় তারা। ঘরের দরজা খোলা থাকায় আমার ছেলে সিয়াম দৌড়ে পালিয়ে গিয়ে পাশের বাড়ির লোকজন খবর দেয়। পাশের বাড়ির লোকজন আসার আগে ডাকাতরা মালামাল নিয়ে পালিয়ে যায়। 

সালথা থানার এসআই আওলাদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

টিএইচ