সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

সালথায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু 

সালথা (ফরিদপুর) প্রতিনিধি 

সালথায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু 

ফরিদপুরের সালথায় পুকুরের পানিতে ডুবে মোছা. হাফসা নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ আগস্ট) উপজেলা ভাওয়াল ইউনিয়নের শিহিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাফসা ওই গ্রামের মো. জাহাঙ্গীর মৃধার মেয়ে।
 
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সকালে পরিবারের লোকজনের পাশেই খেলছিল হাফসা। খেলার একপর্যায়ে উঠানের পাশের পুকুরে পরে যায়। কিছুক্ষণ পরে তাকে পুকুরের পানিতে ভাসতে দেখেন তার মা হেনা বেগম। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানান। 

সালথা থানার এসআই রায়হান বলেন, খবর পেয়ে সালথা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন এবং তার পরিবার সেটা গ্রহণ করেন। 

টিএইচ