বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

সালথায় মানবপাচার মামলায় নারী গ্রেপ্তার

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

সালথায় মানবপাচার মামলায় নারী গ্রেপ্তার

ফরিদপুরের সালথায় মানবপাচারের মামলায় নাসিমা বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (০৪ মে) ওই নারীকে গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছেন সালথা থানার এসআই কবিরুল হক।

এর আগে গত শুক্রবার ফরিদপুরের সদরপুরের কৃষ্ণপুর থেকে গ্রেপ্তার করে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয় ওই নারীকে। গ্রেপ্তার হওয়া ওই নারী সালথা উপজেলার রামকান্তপুর এলাকার মকুল ঠাকুরের স্ত্রী।

সালথা থানার এসআই কবিরুল হক বলেন, রামকান্তপুর এলাকার এক যুবককে ইটালিতে নেয়ার কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতনের ঘটনায় একটি মানবপাচারের মামলা করা হয়। সে মামলায় ওই নারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া নারীকে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।

টিএইচ