সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার

ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি সেই রায় মোহন কুমারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ মার্চ) সন্ধ্যায় জেলার ভাঙ্গা উপজেলা সদর থেকে তাকে গ্রেপ্তার করে সালথা থানা পুলিশ। গত ১০ মার্চ এক কলেজছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় তার বাবা ও চাচাকে পেটানোর অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (২১ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সালথা থানার ওসি মো. শেখ সাদিক।

তিনি বলেন, গ্রেপ্তার ছাত্রলীগ নেতা রায় মোহনের সঙ্গে একটি মেয়ের চার বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। গত দুই মাস ধরে তাদের সম্পর্ক ব্রেকআপ হয়। এ ঘটনাকে কেন্দ্র করে গত ১০ মার্চ উভয় পরিবারের লোকজন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ স্থানীয়ভাবে সালিশ করে। সেই সালিশে উভয়ের লোকজনের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

টিএইচ