সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

সাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭৬তম জন্মবার্ষিকী পালন

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি 

সাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭৬তম জন্মবার্ষিকী পালন

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে কালজয়ী উপন্যাস বিষাদ সিন্ধুর রচয়িতা সাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭৬তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। 

সোমবার (১৩ নভেম্বর) উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রে তার সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। 

ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাংলা একাডেমির সহকারী পরিচালক এসএম জাহাঙ্গীর কবির, রাজবাড়ী কালেক্টরেটের স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. আসাদুজ্জামান রিপন, উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) হাসিবুল হাসান, মীর মশাররফ হোসেন স্মৃতি কেন্দ্র, ডিগ্রি কলেজ ও সাহিত্য পরিষদ। পরে মীরের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।

টিএইচ