সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

সিংগাইরে সিএনজি চালককে কুপিয়ে হত্যা

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি 

সিংগাইরে সিএনজি চালককে কুপিয়ে হত্যা

মাদকব্যবসাকে কেন্দ্র করে মানিকগঞ্জের সিংগাইরে সাদ্দাম হোসেন (৩৫) নামে এক সিএনজিচালকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। নিহত সাদ্দাম হোসেন উপজেলার নিলটেক গ্রামের আইয়ুব খানের ছেলে। গত সোমবার দিবাগত রাতে একই উপজেলার চর কানাইনগর এলাকায় এই ঘটনা ঘটে। 

নিহতের পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, মাদকব্যবসা নিয়ে সাদ্দাম হোসেনের সঙ্গে চর কানাইনহর গ্রামের আওলাদ হোসেনের ছেলে মিরাজ হোসেনের (৩৪) বিরোধ চলে আসছিল। গত সোমবার দুই পক্ষের লোকজনের উপস্থিতে সালিসি বৈঠকে বিষয়টি মিমাংসা হয়। 

এদিন রাত ১২ টার দিকে সাদ্দাম হোসেনকে বাড়ি থেকে চর কানাইনগর এলাকায় ডেকে নেন  মিরাজ হোসেন ও তার সাঙ্গপাঙ্গরা। সেখানে কথাকাটাকাটির এক পর্যায়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায় তারা। 

খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় সাদ্দাম হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় স্বজনরা। এ সময় স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

থানার ওসি জিয়ারুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

টিএইচ