বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

সিংগাইর পৌরসভার বাজেট ঘোষণা

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি 

সিংগাইর পৌরসভার বাজেট ঘোষণা

মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার ২০২৩-২০২৪ অর্থবছরের ২৯ কোটি ৮ লাখ ১২ হাজার ৩৮১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। নতুন কোনো করারোপ ছাড়া সোমবার (১৯ জুন) আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন পৌর সচিব বেগম ইরানি আক্তার।

 ঘোষিত বাজেটে রাজস্ব ও উন্নয়ন খ্যাতে সম্ভাব্য আয় ধরা হয়েছে ২৯ কোটি ৮ লাখ ১২ হাজার ৩৮১ টাকা আর ব্যয় ধরা হয়েছে ২৭ কোটি ৪ লাখ ৪৪ হাজার ৩২৯ টাকা। উদ্বৃত্ত দেখানো হয়েছে ২ কোটি ৩ লাখ ৬৮ হাজার ৫১ টাকা।

বাজেট ঘোষণা উপলক্ষে পৌর কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। পৌরমেয়র আবু নাঈম মো. বাশারের সভাপতিত্বে-এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) শাহিনা পারভীন।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথ, জেলা মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহিদুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম ও সিংগাইর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল বারেক খান।

পৌরসভার প্যানেল মেয়র সমেজ উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে পৌর কাউন্সিলর শামসুল ইসলাম ও কামাল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।  

মেয়র আবু নাঈম মো.বাশার বলেন, দায়িত্বগ্রহণের পর থেকে পৌরবাসীর জীবনমান উন্নয়নে নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছি। প্রস্তাবিত বাজেটে রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পৌর পার্ক, ড্রাম্পিং-এর জন্য জমি অধিগ্রহণ, পৌর কমিউনিটি সেন্টার নির্মাণ কাজ গুরুত্ব দেয়া হয়েছে। সিংগাইরকে সবার জন্য বাসযোগ্য একটি উন্নত গ্রীন শহর হিসেবে গড়ে তুলতে সব শ্রেণিপেশার মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।

এসময় পৌর কাউন্সিলর পারুল আক্তার, তাসরিন নাহার রিতা, আলেয়া বেগম, আতাউর রহমান, গিয়াস উদ্দিন, রিয়াজুল ইসলাম, রেজাউল করিম টিপু, সোহেল রানা, মাহ্ফুজ সরকার, পৌর সহকারী প্রকৌশলী মোহাম্মদ নজরুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী মো. হাবিবুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা তাজিয়া ইসলাম ও হিসাব রক্ষক আনিসুর রহমান, গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিসহ সমাজের নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

টিএইচ