সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

সিএমপির নতুন কমিশনার সাইফুল ইসলাম

চট্টগ্রাম ব্যুরো

সিএমপির নতুন কমিশনার সাইফুল ইসলাম

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) নতুন কমিশনার মো. সাইফুল ইসলাম। তিনি র্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি)। 

রোববার (২৩ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এতথ্য জানানো হয়। সদ্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পাওয়া মো. সাইফুল ইসলামের বাড়ি পাবনা জেলায়।

তিনি ২০১২ সালের ৩০ এপ্রিল থেকে ২০১৪ সালের ১৩ সেপ্টেম্বর পর্যন্ত নগর পুলিশের বন্দর বিভাগের উপ-কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি পদোন্নতি পেয়ে বরিশাল জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্বে থাকাকালীন সময়েই তিনি অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি পান। 

এ কারণে তাকে বদলি করা হয় ঢাকা পুলিশ সদর দপ্তরে। সেখান থেকে তাকে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি পদে বদলি করা হয়। পরবর্তীতে ২০২২ সালের ৩০ জুন মো. সাইফুল ইসলামকে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার পদে বদলি করা হয়। 

এরপর তাকে মেট্রোরেলের নিরাপত্তায় গঠন করা ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশের প্রধান হিসেবে বদলি করা হয়। এদিকে, একই আদেশে বর্তমান পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়কে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি (সুপারনিউমারারি) হিসেবে বদলি করা হয়েছে।

টিএইচ