বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

সিঙ্গাইরে প্রার্থীদের নিয়ে আচরণ বিধিমালা সংক্রান্ত মতবিনিময় 

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

সিঙ্গাইরে প্রার্থীদের নিয়ে আচরণ বিধিমালা সংক্রান্ত মতবিনিময় 

আসন্ন ৬ষ্ঠ ধাপের উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বীদের নিয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে আচরণ বিধিমালা সংক্রান্ত বিষয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ মে) উপজেলা হলরুমে এ আয়োজনটি করা হয়েছে।

প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সায়েদুল ইসলাম, সাবেক উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ খান, আব্দুল হাকিম, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাড. আব্দুস সালাম মোল্লা, তোফাজ্জল হোসেন তোফাজ, রমিজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ারা খাতুন।

মতবিনিময় সভায় সায়েদুল ইসলাম আনারস মার্কার মাজেদ খানের আচরণ বিধি লঙ্ঘন নিয়ে অভিযোগ দিয়ে বলেন, আনারস মার্কাকে ৪ কালারে রঙিন করা হয়েছে এবং সরকারি জায়গা দখল করে নির্বাচনি ক্যাম্প করা নিয়েও অভিযোগ করেন।

উপস্থিত ছিলেন, ইউএনও পলাশ কুমার বসু, নির্বাচনি এক্সিকিউটিভ ম্যাজেস্ট্রিট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. হাবিবুর রহমান, নির্বাচন অফিসার মো. শরিফুল ইসলাম, উপজেলা (সার্কেল) অফিসার আব্দুল্লাহ আল ইমরান, থানার ওসি জিয়ারুল ইসলাম, পল্লী বিদ্যুৎ সমিতির সিঙ্গাইর শাখার (ডিজিএম) শফিকুল ইসলাম।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক কালের কণ্ঠ পত্রিকার মোবারক হোসেন, নয়া দিগন্ত পত্রিকার সোহরাব হোসেন, আজকের পত্রিকা ও গ্লোবাল টিভির সুজন মাহমুন, দৈনিক আমার সংবাদ পত্রিকার মো. হাবিবুর রহমান রাজিবসহ আরো অনেকে।

টিএইচ