মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১
The Daily Post

সিদ্ধিরগঞ্জের হীরাঝিলে ভবন হেলে পড়ায় আতঙ্কে এলাকাবাসী 

সিদ্ধিরগঞ্জ (নারায়নগঞ্জ) প্রতিনিধি

সিদ্ধিরগঞ্জের হীরাঝিলে ভবন হেলে পড়ায় আতঙ্কে এলাকাবাসী 

সিদ্ধিরগঞ্জে হীরাঝিল আবাসিক এলাকায় ৭নং রোডে বিশ্বাস মঞ্জিল ৬ তলা বাড়িটি আরেকটি বিল্ডিংয়ের সঙ্গে হেলে পড়েছে। মঙ্গলবার (৭ মে) হীরাঝিল আবাসিক এলাকার ফায়ার সার্ভিসের একটি টিম ভবনটি পরিদর্শন করেন।  

খোঁজ নিয়ে জানা যায়, সিদ্ধিরগঞ্জের হীরাঝিল আবাসিক এলাকার ৭নং রোডের ১২নং বিশ্বাস মঞ্জিল বাড়িটি ১৯৮৮ সালে স্থাপিত হয়েছে, সিটি ফাইল ছাড়াই ভবনটি করা হয়েছে। এলাকাবাসী বলেন, এই কারণে বাড়িটি হেলে পড়েছে। 

বর্তমানে এলাকাবাসী চলাচলে আতঙ্কে ভয়ভীতি কাজ করছে। বিশ্বাস মঞ্জিলের মালিক আলহাজ মহিউদ্দিন বিশ্বাস একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ছিলেন।  তিনি বর্তমানে আমেরিকা বসবাস করছেন। তার সঙ্গে যোগাযোগ করতে চাইলে যোগাযোগ করা সম্ভব হয়নি।

হীরাঝিল আবাসিক এলাকার সমাজকল্যাণ কমিটির সভাপতি মো. হাবিবুল্লাহ বলেন, আমরা দীর্ঘদিন বাড়ির কেয়ারটেকার লিটন চৌধুরীকে বলেছি, বাড়িটি ঝুঁকিপূর্ণ। আমরা একটা জরুরি নোটিশ প্রদান করেছি গত কয়েকদিন আগে, অতিবিলম্বে ভাড়াটিয়া বাসা খালি করে অনত্র চলে যাচ্ছে এমনটি জানালেন বাড়ির কেয়ারটেকার লিটন চৌধুরী। 

আদমজী ইপিজেড ফায়ার সার্ভিস সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া বলেন, আমরা সরেজমিনে গিয়ে দেখে আসছি, ঘটনাটি সত্যতা পাওয়া গেছে, ভবনটি আরেকটি ভবনের সঙ্গে হেলে আছে। খুব শিগগিরই ব্যবস্থা নেয়া হবে।

টিএইচ