মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১
The Daily Post

সিদ্ধিরগঞ্জে কলেজছাত্রের মরদেহ উদ্ধার 

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সিদ্ধিরগঞ্জে কলেজছাত্রের মরদেহ উদ্ধার 

সিদ্ধিরগঞ্জের কদমতলী নাসিক ৭নং ওয়ার্ডের ইপিজেড গেটের বিপরীতে ৬ষ্ঠ তলায় আশরাফ চৌধুরী সজীব নামে কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। 

মঙ্গলবার (১১ জুন) সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ এসআই মামুন এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি (তদন্ত) মোজাম্মেল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। নিহত আশরাফ চৌধুরী কক্সবাজার সদর এলাকার ব্যবসায়ী রুস্তম আলী চৌধুরীর ছেলে। নিহত সজীব নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র বলে জানায় তার সহপাঠীরা। 

সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। সুরতহালে শারিরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের পরে বিস্তারিত বলা যাবে। 

টিএইচ