জামালপুরের মেলান্দহে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জরুরি সিন্ডিকেট মিটিং ছাড়াই সব রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ নিয়ে সিন্ডিকেট সদস্যদের ভিতরে চাপা ক্ষোভ বিরাজ করছে।
গত শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন স্বাক্ষরিত চিঠিতে এ আদেশ দেয়া হয়।
অফিস আদেশে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির পরিপ্রেক্ষিতে অদ্য ০৯/০৮/২০২৪ তারিখ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণী ব্যক্তিদের সঙ্গে জরুরি আলোচনার ভিত্তিতে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক সংগঠন, ছায়া সংগঠন এবং এর কার্যক্রমের সঙ্গে সম্পর্ক ও সম্পৃক্ততা সম্পূর্ণ নিষিদ্ধ করার নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
জানা যায়, রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্তের বিষয়ে অবগত নন সিন্ডিকেট সদস্যরা। তড়িঘড়ি করে একজন কর্মচারীকে দিয়ে এ আদেশ লেখান রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন।
গত ৬ই আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হলেও উপাচার্য অধ্যাপক ড. কামরুল আলম খান, ট্রেজারার মোহাম্মদ আবদুল মাননান, রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেনসহ প্রশাসনের বেশিরভাগ শিক্ষক কর্মকর্তা-কর্মচারী ক্যাম্পাসে অনুপস্থিত আছেন।
সিন্ডিকেট মিটিং ছাড়াই সিদ্ধান্তের বিষয়ে জানতে রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেনের মোবাইলে একাধিকবার কল দিলেও তাকে পাওয়া যায়নি।
টিএইচ