‘শান্তি শৃঙ্খলা উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা’ এই মূল মন্ত্রকে ধারণ করে দুর্বার গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এরই ধারাবাহিকতায় বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি নির্দেশনা মোতাবেক সিরাজগঞ্জ জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয় একযোগে ৯টি উপজেলার ২০০ জন ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে।
প্রধান অতিথি চন্দন দেবনাথ বিভিএম, জেলা কমান্ড্যান্ট, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা, সিরাজগঞ্জ উপস্থিত থেকে এ বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন।
শীতবস্ত্র বিতরণ শেষে আনসার ও ভিডিপি সদস্যদের উদ্দেশ্যে সম্মানিত প্রধান অতিথি বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে আনসার ও ভিডিপি সদস্যদের অবদান অসামান্য।
স্বেচ্ছাসেবী সংগঠন হয়েও বাহিনীটি দেশের আইনশৃঙ্খলা রক্ষা , দক্ষ মানবসম্পদ বৃদ্ধি, সামাজিক উন্নয়ন ত্বরান্বিতকরণ ও এর প্রতিবন্ধকতা নির্মূল করা, স্বাস্থ্য সেবা সহোযোগিতায় সহায়ক ভূমিকা পালন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলাসহ নানাবিধ কাজ সম্পাদনা করে থাকে।
ফলে এরূপ গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নের জন্য সরকার সব সময় আনসার ও ভিডিপি সদস্যদের অবদান ও কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ নানাবিধ উৎসাহ ও উদ্দীপনা ব্যঞ্জক ক্রিয়া সম্পাদন করে থাকেন।
এ সময় উপস্থিত ছিলেন সোহেল রানা, সার্কেল অ্যাডজুট্যান্ট আনসার ও ভিডিপি সিরাজগঞ্জ,। সদর উপজেলা আনসার ও ভিডিপি ভারপ্রাপ্ত কর্মকর্তা হোসনে আরা, সদর উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক জাইদুর রহমান জাহিদসহ আনসার ও ভিডিপি সদস্যরা।
টিএইচ