বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

সিরাজগঞ্জে ইয়াবা ও ফেনসিডিলসহ আটক ২ 

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে ইয়াবা ও ফেনসিডিলসহ আটক ২ 

সিরাজগঞ্জে পৃথক দুই অভিযান চালিয়ে ১৯৭ ইয়াবা ও ১৪৬ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১২। গত বৃহস্পতিবার রাতে জেলার হাটিকুমরুল গোলচত্বর ও কড্ডারমোড়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক আসামি গাইবান্ধার পলাশবাড়ী থানার উত্তর সাবদিন মরিচাপুর এলাকার খেতাব উদ্দিন প্রধানের ছেলে আনছার আলী প্রধান (২৭) ও দিনাজপুরের হাকিমপুর থানার দক্ষিণ বাসুদেবপুর এলাকার নুরুল ইসলামের ছেলে জুয়েল (৩২)।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আটকের বিষয়টি জানিয়ে র্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমান।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটক আসামিরা দীর্ঘদিন যাবত সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলো। আটক আসামিদের বিরুদ্ধে মামলার পর উদ্ধারকৃত আলামতসহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
টিএইচ