বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

সিরাজগঞ্জে একদিনে ২০ জনের ডেঙ্গু শনাক্ত

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে একদিনে ২০ জনের ডেঙ্গু শনাক্ত

সিরাজগঞ্জে বেড়ে চলছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আরও ২০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৪২ জনে।
সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসের পরিসংখ্যান সহকারী হুমায়ুন কবির এ তথ্য জানিয়েছেন। 

তিনি জানিয়েছেন, জেলায় এখন পর্যন্ত ৬৪২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৫৭৪ জন। জেলার সরকারি ও বেসরকারি হাসপাতাল চিকিৎসাধীন আছেন ৬৭ জন।

সিভিল সার্জন ডা. রামপদ রায় জানান, ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় সিরাজগঞ্জে হাসপাতালগুলাতে আলাদা করে ডেঙ্গু ওয়ার্ড চালু করা হয়েছে।

টিএইচ