সিরাজগঞ্জে জুতার ভেতরে অভিনব কায়দায় ৩৩৪ গ্রাম হেরোইন পাচারের সময় মোরছালিম নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১২ সদস্যরা। এসময় মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহূত ১টি মোবাইল ফোন ও নগদ ৩৮০ টাকা জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। গ্রেপ্তার মোরছালিন চাঁপাইনবাবগঞ্জ জেলার বাজিতপুর (নতুন পাড়া) গ্রামের ফরজেন আলীর ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৬ ডিসেম্বর রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশন এলাকা দিয়ে চামড়ার জুতার ভেতরে অভিনব কায়দায় হেরোইন পাচার হচ্ছে। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৩৪ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
উদ্ধার করা হেরোইনের বাজার মূল্য ৩৩ লাখ ৪০ হাজার টাকা। এসময় মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহূত একটি মোবাইল ফোন, নগদ ৩৮০ টাকা ও হেরোইন পাচারের চামড়ার জুতা উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তার ব্যবহূত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে হেরোইন ক্রয়-বিক্রয় করে আসছিল। এ ঘটনায় সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানায় মাদক আইনে একটি মামলা ও উদ্ধার করা আলামতসহ তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।
টিএইচ