বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

সিরাজগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু 

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু 

জেলার তাড়াশ উপজেলার দেশীগ্রামে পুকুরের পনিতে ডুবে রনি রায় (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ জুন) তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের ভোগমান গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু রনি ওই এলাকার মাঝদক্ষিণা গ্রামের সুনীল চন্দ্র রায়ের ছেলে। 

স্থানীয়দের বরাতে ইউপি সদস্য মুকুল হোসেন জানান, মাঝদক্ষিণা গ্রামের সুনীল রায়ের ছেলে শিশু রনি রায় ভোগলমান গ্রামে নানার বাড়িতে গিয়ে বিকাশের পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে পানিতে ডুবে তলিয়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে তাড়াশ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা শিশু রনি রায়কে মৃত্যু ঘোষণা করেন।

এ বিষয়ে তাড়াশ ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সায়েম জানান, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

টিএইচ