রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১
The Daily Post

সিরাজগঞ্জে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

সিরাজগঞ্জ প্রতিনিধি 

সিরাজগঞ্জে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে সিরাজগঞ্জ জেলা সিভিল সার্জন অফিস ও লেপ্রা বাংলাদেশের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‘ঐক্যবদ্ধ কাজ করি, কুষ্ঠমুক্ত দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (২৬ জানুয়ারি) সিভিল সার্জন অফিসের সামনে থেকে র্যালি বের হয়ে কালেক্টর ভবন চত্বর ঘুরে আবার সিভিল সার্জন অফিসের সামনে এসে শেষ হয়। র্যালিতে সিভিল সার্জন অফিস ও লেপ্রা বাংলাদেশের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্যকর্মী, নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশ নেন।

সিরাজগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মো. নুরুল আমীনের সভাপতিত্বে বিশ্ব কুষ্ঠ দিবসের আলোচনা সভায় বক্তব্য দেন, ডেপুটি সিভিল সার্জন ড. জুলিয়া আক্তার, এমওসিএস ডা. মো. রিয়াজুল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন খন্দকার, সিভিল সার্জন অফিসের প্রোগ্রাম অর্গানাইজার মো. হাসান আলী মামুন, লেপ্রার এরিয়া সুপারভাইজার মো. জর্জিস হোসেন ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. হারুন অর রশিদ খান হাসান।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডা. মো. নুরুল আমীন বলেন, কুষ্ঠ একটি প্রাচীন রোগ হলেও কুষ্ঠ রোগ এখন নিরাময়যোগ্য এবং প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় করে চিকিৎসা করতে পারলে প্রতিবন্ধিতা প্রতিরোধ করা যেতে পারে। বর্তমানে সুপারিশকৃত চিকিৎসা পদ্ধতিতে যে তিনটি ঔষধ রয়েছে তা হচ্ছে ড্যাপসোন, রিফাম্পিসিন ও ক্লোফাজিমিন।

টিএইচ