সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

সিরাজগঞ্জে মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

জেলার কামারখন্দ উপজেলার উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক শম্পা রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার রাতে উপজেলার জামতৈল এলাকায় বিশেষ অভিযানের মাধ্যমে রাতে তাকে গ্রেপ্তার করা হয়। 

থানা সূত্রে জানা যায়, গত ২৬ আগস্ট ভদ্রঘাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় করা মামলায় এ গ্রেপ্তার কার্যক্রম সম্পন্ন হয়। শম্পা রহমান কামারখন্দ উপজেলা পরিষদের দুই বারের মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন।

কামারখন্দ থানার ওসি মোখলেছুর রহমান জানান, বিশেষ অভিযানের মাধ্যমে গভীর রাতে শম্পা রহমানকে গ্রেপ্তার করা হয় এবং তাকে পরবর্তীতে আদালতে পাঠানো হয়েছে।

টিএইচ