সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

সিরাজগঞ্জে যমুনা নদী থেকে বালু উত্তোলন বন্ধে মানববন্ধন

সিরাজগঞ্জ প্রতিনিধি 

সিরাজগঞ্জে যমুনা নদী থেকে বালু উত্তোলন বন্ধে মানববন্ধন

সিরাজগঞ্জে অবৈধ বালু উত্তোলনের কারণে সদর উপজেলা কাওয়াকোলা ইউনিয়নের আবাদি জমি, বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও কাওয়াকলা ইউনিয়ন বিলীন হয়ে যাচ্ছে। আর  বিলীন হওয়া থেকে রক্ষায় ইউনিয়বাসী মানববন্ধন করেছে। 

রোববার (৭ মে) সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ  হার্ডপয়েন্টের পুরাতন জেলখানায় ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে কাওয়াকোলা ইউনিয়নের নারী-পুরুষসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। 

এসময় বক্তারা বলেন, আমরা ৮নং কাওয়াকোলা ইউনিয়নবাসী পাড়ভাঙ্গা এলাকায় বসবাস করি।  জেনেছি যে, সিরাজগঞ্জ জেলা প্রশাসক জিয়ারপাড়া বালু মহাল ইজারা দিয়েছে।  যা নদীর পশ্চিম তীরবর্তী স্থানে অবস্থিত। অথচ কতিপয় বালুদস্যু  জোরপুর্বক অবৈধভাবে নদীর পূর্ব পাড়ে অর্থাৎ ৮নং কাওয়াকোলা ইউনিয়নের মধ্যে বালু উত্তোলন করছে। যা নিয়ম বর্হিভূত ও আইন পরিপন্থি। 

বালু উত্তোলনের ফলে এলাকার সাধারণ মানুষের ফসলিজমি, বসত বাড়ি, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা, কমিউনিটি সেন্টার মুজিবকেল্লা ও রাস্তাঘাট নদীগর্ভে বিলীন হতে চলেছে।

বক্তারা আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের অবহেলিত ৮নং কাওয়াকোলা ইউনিয়নে অনেক উন্নয়নমূলক কাজ করেছেন। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৮নং কাওয়াকোলা ইউনিয়নের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। 

আর আজকে এই অবৈধ বালু উত্তলোনের কারণে এইসব উন্নয়নমূলক কাজ হুমকির মুখে পড়েছে। ইতিমধ্য কাওয়াকোলা কমিউনিটি ক্লিনিক নদীগর্ভে বিলীন হয়ে গেছে। একারণে ৮নং কাওয়াকোলা ইউনিয়নবাসী মানববন্ধনে সমবেত হয়ে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

মানববন্ধনে বক্তব্য রাখেন, কাওয়াকোলা ইউনিয়নের সার্জেন্ট রফিকুল ইসলাম, ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মান্নান, ইউপি সদস্য আলী, আমজাদ হোসেন, সরোয়ার হোসেন প্রমুখ।

টিএইচ