সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

সিরাজগঞ্জে যুবলীগ নেতার ইয়াবা সেবনের ছবি ভাইরাল

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে যুবলীগ নেতার ইয়াবা সেবনের ছবি ভাইরাল

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার এক যুবলীগ নেতার ইয়াবা সেবনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ছবিতে অন্য একজনের সহায়তায় ইয়াবা সেবন করতে দেখা যায় ওই যুবলীগ নেতাকে। এ ঘটনায় তাকে কারণ দর্শাতে বলেছে উপজেলা যুবলীগ।

বিষয়টি আমার সংবাদকে জানিয়েছেন কাজিপুর উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকার।

বুধবার (১৬ নভেম্বর) ফেসবুকে ছবিটি ছড়িয়ে পড়ে। ছবিতে থাকা ওই যুবলীগ নেতার নাম জিয়া তালুকদার। তিনি উপজেলার গান্ধাইল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় কাজিপুর উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকার ও সাধারণ সম্পাদক আলী আসলাম সই করা এক প্রেস রিলিজে ওই নেতাকে তিনদিনের মধ্যে কারণ দর্শাতে বলেছেন।

ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, খাটের ওপরে বসে অন্য একজনের সহায়তায় ইয়াবা সেবন করছেন যুবলীগ নেতা জিয়া তালুকদার। অন্য সহযোগী স্মার্টফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে তাকে সহযোগিতা করছেন।

খোঁজ নিয়ে জানা যায়, সহযোগিতাকারী ব্যক্তির নাম জুয়েল শেখ। তিনি গান্ধাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।

মাদক সেবনের বিষয় জানতে যুবলীগ নেতা জিয়া তালুকদারের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি।

এ ব্যাপারে কাজিপুর উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকার বলেন, ফেসবুকে মাদক সেবনের ছবিটি ছড়িয়ে পড়ার পর আমাদের নজরে আসলে তাকে কারণ দর্শাতে বলা হয়েছে। আমরা তার ইয়াবা সেবনের সত্যতা পেয়েছি। ৩ দিন পরে তাকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।

টিএইচ