সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

সিরাজগঞ্জে হেরোইনসহ এক নারী আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে হেরোইনসহ এক নারী আটক

মাদকবিরোধী অভিযানে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল এলাকা থেকে ২৮ লাখ টাকার হেরোইনসহ মনি আক্তার (৩১) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছেন র্যাব-১২-এর সদস্যরা। 

 আটক মনি আক্তার গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার বাগমারা গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী। শনিবার (৬ মে) সকাল ১০টার দিকে র্যাব-১২-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মো. আবুল হাশেম সবুজ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন।

গত শুক্রবার সন্ধ্যায় জেলার উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরুল বগুড়া-ঢাকা মহাসড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে বগুড়া ও ঢাকাগামী মহাসড়কের হাটিকুমরুল এলাকায় অভিযান চালিয়ে ২৮৫ গ্রাম হেরোইনসহ ওই নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহূত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
 
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক মাদক কারবারি দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। জব্দকৃত আলামতসহ তাকে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

টিএইচ