বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

সিরাজদীখানে একমাসেই সড়কে ভাঙন ও ফাটল

সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সিরাজদীখানে একমাসেই সড়কে ভাঙন ও ফাটল

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার মোল্লার মসজিদ থেকে মৃধাবাড়ি পর্যন্ত ১ হাজার ৩০০ মিটার সড়কটি পাকাকরণের মাত্র এক মাসের মাথায় ভাঙন দেখা দিয়েছে। 

এছাড়া সড়কের বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে এবং অনেক অংশের পিচ উঠে গেছে। এতে ঠিকাদার ও সংশ্লিষ্ট দপ্তরের অনিয়মে লাখ লাখ টাকার উন্নয়নকাজ টেকসই না হওয়ার অভিযোগ করেছেন গ্রামবাসী। তবে সংশ্লিষ্ট দপ্তর বলেছে, সড়কটি বর্ষার বৃষ্টির কারণে এ ভাঙন ও ফাটল দেখা দিয়েছে, তবে তা দ্রুত সংস্কার করে দেয়া হবে।

গত শনিবার সরেজমিনে সড়কের বিভিন্ন অংশে ভাঙন ও ফাটল দেখা গেছে। 

জানা যায়, বৃহত্তর ঢাকা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩-এর আওতায় বয়রাগাদী ইউনিয়নের মোল্লার মসজিদ থেকে মৃধাবাড়ি পর্যন্ত ১ হাজার ৩০০ মিটার দৈর্ঘ্যের পাকা (কার্পেটিং) সড়ক নির্মাণকাজ হাতে নেয়া হয়। ১ কোটি ৯ লাখ ৪৩ হাজার টাকা বরাদ্দে এই কাজের ঠিকাদারি পায় রাতা কনস্ট্রাকশন। 

২০১৮ সালের মে মাসে কাজ শুরুও করে প্রতিষ্ঠানটি। এর কয়েক মাস পর হঠাৎ কাজ বন্ধ করে দেয় ঠিকাদার। তারপর কাজে গাফিলতির কারণে প্রথম ঠিকাদার রাতা কনস্ট্রাকশনের সঙ্গে কার্যাদেশ বাতিলের জন্য আবেদন করে। এরপর নতুন করে দরপত্র আহ্বানের মাধ্যমে বাকি কাজ ৫৮ লাখ ৭৭ হাজার টাকা ব্যয়ে এস সরকার এন্টারপ্রাইজ নামের ঠিকাদার কাজ পান। চলতিবছরের মার্চে পাকাকরণের কাজ শুরু হয়।

দক্ষিণ গোবরদী গ্রামের বাসিন্দা মো. আজিম হাওলাদার বলেন, গত এক মাস আগে সড়কটির পাকাকরণের কাজ করা হয়েছে। কয়েক দিনের বৃষ্টিতে সড়কের বিভিন্ন অংশে ভাঙন ও ফাটল দেখা দিয়েছে। আর এটা কেমন কাজ পাকা করার আগেই ভাঙন ও ফাটল দেখা দেয়। মনে হচ্ছে কাজ এবং সামগ্রী ভালো মানের না। আমরা চাই দ্রুত মেরামত করে দিবে এটাই আমাদের দাবি। 

বয়রাগাদী ইউপি চেয়ারম্যান গোলাম হাবিবুর রহমান সোহাগ বলেন, আমাকে এলাকাবাসী জানানোর পর আমি রাস্তাটির বিভিন্ন অংশ ঘুরে দেখেছি বেশ কয়েকটি স্থানে ভাঙন ও ফাটল দেখা দিয়েছে। এবিষয়ে আমি উপজেলা প্রকৌশলীকে জানানোর জন্য কয়েকবার ফোন করেছিলাম তিনি ফোন ধরেননি। তাই তাকে জানানো হয়নি। তবে এই বিষয়ে আমি আবারও তাকে ফোন করে জানাবো যাতে করে এ নতুন রাস্তাটির সংস্কার কাজ করে দেয়। 

ঠিকাদার সরকার এন্টারপ্রাইজের মালিক মাহবুব হোসেন রন্টু বলেন, কয়েকদিনের টানা বৃষ্টির কারণে নতুন রাস্তার ভাঙন ও ফাটল দেখা দিতে পারে। তবে আমি দু একদিনের মধ্যেই সেগুলো মেরামত করে দেব। 

উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. রেজাউল ইসলাম বলেন, টানা কয়েক দিনের বৃষ্টিতে নতুন পাকাকরণ রাস্তাটির কয়েকটি স্থানে ভাঙন দেখা দিয়েছে, আমি ঠিকাদারকে বলে দিয়েছি, তারা দ্রুত সংস্কার কাজ করে দিবে বলে আমাকে জানিয়েছে।

টিএইচ