বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

সিরাজদীখানে গেজেটভুক্তির জন্য মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই

সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সিরাজদীখানে গেজেটভুক্তির জন্য মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই

মুন্সীগঞ্জের সিরাজদীখানে মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। স্বাধীনতার ৫২ বছরে বিভিন্ন কারণে যেসব মুক্তিযোদ্ধা গেজেটভুক্ত হতে পারেননি, তাদের মধ্যে যারা অনলাইন নিবন্ধিত হয়েছেন তাদের যাচাই-বাছাই করা হয়। 

উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৪ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ১৪টি ইউনিয়নের ৬৪ জন মুক্তিযোদ্ধার সাথে যুদ্ধাকালীন বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। কিছু মুক্তিযোদ্ধা স্বীকৃতি পাওয়ার আগেই মারা গিয়েছেন তাদের পক্ষে পরিবারের স্ত্রী বা সন্তানরা কথা বলেন বাছাই কমিটির সাথে। 

পরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। যাচাই-বাছাই ও মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল আলম তানভীরের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন যুদ্ধকালীন ২ থানা (শ্রীনগর-সিরাজদীখান) কমান্ডার আলী আহমেদ বাচ্চু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের মাঝি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার প্রমুখ।

টিএইচ