রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ১০ নভেম্বর, ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১
The Daily Post

সিরাজদীখানে চার প্রতিষ্ঠানে জরিমানা

সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সিরাজদীখানে চার প্রতিষ্ঠানে জরিমানা

মুন্সীগঞ্জের সিরাজদীখানে চারটি প্রতিষ্ঠানে ১৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (৪ জুলাই) উপজেলার বালুচর বাজারে এ অভিযান চালান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুস সালাম। 

এসময় তিনি বলেন, স্বপ্ন সুপার সপ মনিটরিংকালে দেখি আমদানিকারকের সিলবিহীন পণ্য বিক্রি করছে ও প্যাকেটকৃত খেজুরে পোকা বিচরণ করছে এই অপারাধে ছয় হাজার টাকা, মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে হাবিব স্টোরকে তিন হাজার, ইকরামুল স্টোরকে দুই হাজার ও লিয়াকত স্টোরকে তিন হাজারসহ মোট ৪টি প্রতিষ্ঠনকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। 

এছাড়া নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিরবচ্ছিন্ন রাখা, কৃত্রিম সংকট রোধ ও পণ্যমূল্য স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।  জনস্বার্থে বাজার অভিযান আমাদের অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার নিরাপদ খাদ্য পরিদর্শক শাহালম মিয়া ও সিরাজদীখান থানা পুলিশের একটি টিম।

টিএইচ