বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

সিরাজদীখানে ফুটওভার ব্রিজ নির্মাণে দুর্ভোগ কমবে হাজারো মানুষের

সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সিরাজদীখানে ফুটওভার ব্রিজ নির্মাণে দুর্ভোগ কমবে হাজারো মানুষের

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকার বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে পথচারীদের যাতায়াতের সুবিধা এবং সড়ক দুর্ঘটনা কমাতে নতুন ফুটওভার ব্রিজ নির্মাণ করা হচ্ছে। এতে পথচারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারবে। 

শনিবার (২৬ আগস্ট) দুপুর ১টার দিকে দেখা যায়, নিমতলা এলাকার বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে নির্মিত হচ্ছে ফুটওভার ব্রিজ। এতে এক পাশ থেকে অন্যপাশে সহজে চলাচল করবেন পথচারীরা। ফলে সড়ক দুর্ঘটনা থেকে পথচারীরা মুক্তি পাবেন বলে আশা করা হচ্ছে।

জানা যায়, ২০২০ সালের ২১ আগস্ট নিমতলায় প্রাইভেটকারের চাপায় নিহত হন অনিক শেখ। এরপর ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছিন উপজেলাবাসী। এর পরিপ্রেক্ষিতে ফুটওভার ব্রিজ নির্মাণের উদ্যোগ নেয়া হয়।

জানা যায়, ২০১৬ সালে এক্সপ্রেসওয়েটির কাজ শুরু হয়। এটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতুতে যানবাহন চলাচল নির্বিঘ্ন করতে ঢাকা থেকে মাওয়া এবং জাজিরা থেকে ভাঙ্গা পর্যন্ত ৫৫ কিলোমিটারের এই এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হয়। এতে ব্যয় হয়েছে প্রায় ১১ হাজার চার কোটি টাকা। 

সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশন (পশ্চিম) সড়কটি নির্মাণ করে। মূল এক্সপ্রেসওয়েটি চার লেনের। সেতুর দুই পাশে ধীরগতির যানবাহন চলাচলের জন্য সাড়ে পাঁচ মিটার প্রশস্ত সড়ক রাখা হয়েছে। এই ছয় লেনের এক্সপ্রেসওয়েতে দুটি সার্ভিস লেন, পাচটি ফ্লাইওভার, ১৯টি আন্ডারপাস, দুটি ইন্টারচেঞ্জ, চারটি রেলওয়ে ওভারব্রিজ, চারটি বড় সেতু, ২৫টি ছোট সেতু ও ৫৪টি কালভার্ট রয়েছে। পদ্মা সেতুর সঙ্গে এক্সপ্রেসওয়ের দুই পাশ সংযুক্ত করা হবে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, এক্সপ্রেসওয়েটি পার হতে গিয়ে গাড়িচাপায় অনেক পথচারী প্রাণ হারিয়েছেন, অনেকে আহত হয়েছেন। সবচেয়ে বেশি ঘটেছে মোটরসাইকেল দুর্ঘটনা। এ ছাড়া পেছন থেকে গিয়ে অন্য গাড়ি ধাক্কা, ধীরগতির গাড়িকে দ্রুতগতির গাড়ির ধাক্কা, ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারানো ও বেপরোয়া গতিতে দুর্ঘটনাও ঘটে।

হাসাড়া হাইওয়ে থানার ওসি কাঞ্চন কুমার সিংহ বলেন, আগে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের নিমতলা পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে পার হতে গিয়ে গাড়িচাপায় অনেক পথচারী প্রাণ হারাতে হতো, অনেকে আহত হয়েছেন। সবচেয়ে বেশি ঘটেছে মোটরসাইকেল দুর্ঘটনা। এরপর এক্সপ্রেসওয়ে পারাপার একেবারে বন্ধ করে দেয়া হয়। এরপর মানুষকে ঘুরে পশ্চিম পাশে যেতে হতো। তবে এখন নতুন ফুটওভার ব্রিজ নির্মাণ হওয়ায় সহজে এক পাশ থেকে আরেক পাশে যেতে পারবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল আলম তানভীর বলেন, এক্সপ্রেসওয়ের নিমতলা অংশে পারাপার হতে গিয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটত। পথচারীদের নির্বিঘ্নে চলাচলের সুবিধার্থে ফুটওভার ব্রিজ নির্মাণ করা হচ্ছে। এখন মানুষ নির্বিঘ্নে পারাপার হতে পারবে। 

টিএইচ