শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

‘সিলেটের মানুষের কাছে দেশের মানুষ ঋণি’

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি

‘সিলেটের মানুষের কাছে দেশের মানুষ ঋণি’

বাংলাদেশ সরকারের নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, সিলেটের মানুষের কাছে সমগ্র দেশের মানুষ ঋণি। সিলেটের প্রবাসীরা যে পরিমাণ রেমিট্যান্স বাংলাদেশে দেয়, এটা দিয়ে বাংলাদেশের অর্থনীতি সচল থাকে। সিলেটের মানুষ লন্ডন, আমেরিকার সংসদের প্রতিনিধিত্ব করছে। 

বুধবার (৭ জুন) দুপুরে সিলেটের ওসমানীনগরের ইকবাল আহমদ উচ্চ বিদ্যালয় মাঠে প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর অ্যাডুকেশন ট্রাস্টের বৃত্তি বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাটি বলেন। 

ট্রাস্টের সভাপতি বদরুল ইসলামের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক নাজমুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে আগামী এক বছরের মধ্যে ওসমানীনগরে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন এবং কুশিয়ারা নদীকে জীবন-জীবিকার জন্য উপযুক্ত করে তোলার প্রতিশ্রুতি দেন।

তিনি আরও বলেন, সবার শিক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী বিনামূল্যে বই দিচ্ছেন, উপবৃত্তির দিচ্ছেন এবং দ্বাদশ শ্রেণি পর্যন্ত নারীদের শিক্ষা অবৈতনিক করেছেন, প্রত্যেক উপজেলায় একটি করে স্কুল ও কলেজ সরকারি করেছেন। 

তিনি সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ওসমানীনগরের কৃতী সন্তান আনোয়ারুজ্জামান চৌধুরীর ভূয়সী প্রশংসা করে দলমত নির্বিশেষে সবাইকে কাজ করার অনুরোধ জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, ওসমানীনগর উপজেলা চেয়ারম্যান শামীম আহমদ ভিপি, ভাইস চেয়ারম্যান আনা মিয়া, উমরপুর ইউনিয়ন চেয়ারম্যান ও ট্রাস্টি গোলাম কিবরিয়া, ট্রাস্টের সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, বৃত্তি বিতরণ অনুষ্ঠানের আহ্বায়ক আজাদ বখত চৌধুরী, প্রধান শিক্ষক শহীদ হাসান, ট্রাস্টি আয়াছ মিয়া, তাজপুর ইউনয়ন চেয়ারম্যান ও ট্রাস্টি অরুনোদয় পাল ঝলক, উপজেলা মহিলা ভাই চেয়ারম্যান জাহানারা বেগম, ট্রাস্টি আতাউর রহমান মানিক, মতছির আলী, সারজন খান প্রমুখ। 

ট্রাস্টের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম জানান, প্রতিবছরের মতো এবার ওসমানীনগরের ৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৭২ জন এবং বালাগঞ্জের ২৫টি প্রতিষ্ঠানের ৩৪৬ জন শিক্ষার্থীর মধ্যে বৃত্তির টাকা বিতরণ করা হয়। ৬ষ্ঠ থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা ৪ হাজার এবং ডিগ্রি পর্যায়ের শিক্ষার্থীরা ১০ হাজার টাকা হারে বৃত্তি দেয়া হচ্ছে।  

টিএইচ