সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

সিলেটের ৩৫নং ওয়ার্ড রাস্তার বেহাল দশা

সিলেট প্রতিনিধি

সিলেটের ৩৫নং ওয়ার্ড রাস্তার বেহাল দশা

দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে পড়ে আছে মোহাম্মদপুর, সৈয়দপুর, জাহানপুর, রাস্তার বেহাল দশায় দুর্ভোগে পড়েছে হাজার হাজার মানুষ। ৩৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাস্তার কাজ ধরলেও গত ৫ই আগস্ট বৈষম্য ছাত্র আন্দোলনে সরকার পতনের পর সিলেট সিটি কর্পোরেশনের কোন কাজের  অগ্রগতি নেই।

সিলেট সিটি করপোরেশনের ৩৫নং ওয়ার্ড সৈয়দপুর, জাহানপুর, মোহাম্মদপুর, আলুরতল, বিভিন্ন স্থানে কার্পেটিং (পিচ) উঠে গিয়ে রাস্তার বেহাল দশা। প্রতিদিন ঘটছে ছোট বড় দুর্ঘটনা, এসব রাস্তা যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ভাঙ্গা রাস্তা দিয়ে ভারী যানবাহন চলাচল করায় খানাখন্দ আরও বাড়ছে।

সিলেট সিটি করপোরেশনের ৩৫নং ওয়ার্ডের রিকশাচালক মফিজল হক বলেন, রাস্তার বেহাল দশার কারণে রিকশা চালিয়ে শান্তি পাই না। সময় বেশি লাগে, আর প্রায় প্রতি সপ্তাহেই রিকশা ঠিকঠাক করতে হয়। এর পেছনেই অনেক টাকা ব্যয় হয়।

জানা যায়, সিলেট সিটি করপোরেশনের ৩৫নং ওয়ার্ড সৈয়দপুর, জাহানপুর, মোহাম্মদপুর, আলুরতল, রাস্তাটি বেহাল দশায় পরিণত হয়েছে। ১কিলোমিটার রাস্তার মধ্যে পুরো রাস্তা চলাচলের অনুপযোগী। 

এমন অবস্থায় নগরীর যাত্রীদের কাছ থেকে সিএনজি অটোরিকশা, রিক্সা-ভ্যানযোগে এক কিলোমিটার রাস্তা যেতে লাগে প্রায় ১৫ থেকে ২০ মিনিট। এই সুযোগে সিএনজি, অটোরিকশা চালকরা ভাড়া বৃদ্ধি করে দিয়েছে। স্থানীয় লোকজন ক্ষোভ প্রকাশ করে দ্রুত সড়কগুলো সংস্কারের দাবি জানান। 

টিএইচ