সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

সিলেটে থানায় দুর্বৃত্তদের হামলা 

সিলেট ব্যুরো

সিলেটে থানায় দুর্বৃত্তদের হামলা 

সিলেট কোতোয়ালি মডেল থানার গাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৬ আগস্ট) এ হামলার ঘটনা ঘটে। ঘটনার ছবি সংগ্রহকালে হামলার শিকার হয়েছেন বাংলাভিশনের সিলেট অফিসের ক্যামেরাপার্সন মো. আজমল আলী। এ সময় হামলাকারীরা তাকে মারধরের পাশাপাশি ক্যামেরা ও মোবাইল ছিনিয়ে নেয়। 

এ সময় হামলাকারীরা থানার ভেতরে কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ করে। কার্যালয়ে কোনো পুলিশ কর্মকর্তা-কর্মচারী দেখা যায়নি। সব ফাইল কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। আঙ্গিনায় থাকা কয়েকটি গাড়িও জ্বালিয়ে দেয়া হয়েছে। 

অফিসটির সামনে রাস্তায় ছিল শ শ উৎসুক জনতার ভিড়। সড়কে দাঁড়িয়েছিল দুটি সেনাবাহিনীর গাড়ি। দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে ধোঁয়ায় পানি দিতে শুরু করে।

খবর পেয়ে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির ও সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এমরান আহমদ চীেধুরীসহ নেতারা কোতোয়ালি থানা পরিদর্শন করেন। তারা বলেন, হামলাকারীরা দুর্বৃত্ত তাদের প্রতিহত করতে হবে। 

এদিকে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা  আরিফুল হক চীেধুরী দলীয় নেতাকর্মীসহ সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ জানিয়ে এবং দুর্বৃত্তকারীদের প্রতিরোধে জনতাকে এগিয়ে আসার অনুরোধ জানিয়ে শহর জুড়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

টিএইচ