রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১
The Daily Post

সিলেটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২২ নেতাকর্মীর আত্মসমর্পণ

সিলেট ব্যুরো

সিলেটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২২ নেতাকর্মীর আত্মসমর্পণ

সিলেটের বিশ্বনাথে গত ৪ আগস্ট আল হেরা শপিং সিটিতে হামলা ও ভাঙচুর মামলায় আত্মসমর্পণ করা বিশ্বনাথ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২২ নেতাকর্মীর মধ্যে ১৬ জনকে জামিন ও ৬ জনকে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত। 

রোববার (২৯ ডিসেম্বর) শুনানি শেষে এ আদেশ দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ১ এর বিচারক। বিষয়টি জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাড. গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল)। এছাড়া আসামিপক্ষের আইনজীবী হিসেবে ছিলেন অ্যাড. গিয়াস উদ্দিন, অ্যাড. মিনহাজ গাজি ও অ্যাড. মাহমুফুর রহমান। 

জেল হাজতে যাদের প্রেরণ করা হয়েছে তারা হলেন -রাজন আহমেদ অপু, জাকির হোসেন, কয়েস আহমেদ, মাসুদ আহমেদ রিপন ও আবুল মিয়া, ইমন আহমদ।

অ্যাড. গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল) জানান, এ মামলায় আত্মসমর্পণ করা বিশ্বনাথ ছাত্রলীগের ২২ নেতাকর্মী জামিন চাইলে আদালত ১৬ জনকে জামিন মঞ্জুর করেন এবং ৬ জনকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। এ মামলায় আগে ৫ জন গ্রেফতার করা হয়েছে ও ৪ জন জামিনে আছেন।

টিএইচ